মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার। গতকাল বুধবার বিকেলে নির্বাহী কর্মকর্তার অফিসে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন তিনি। পরে বাগমারা প্রেসক্লাবে এক মাসিকসভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাগমারা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী সরকার, সাধারণ সম্পাদক আফাজ্জল হোসেন, সাবেক সভাপতি আলতাফ হোসেন, সাংবাদিক জিল্লুর রহমান, মাহফুজুর রহমান প্রিন্স, সামসুজ্জোহা মামুন, জিল্লুর রহমান দুখু, রাশেদুল হক ফিরোজ, আকবর আলী, নাজিম হাসান, ফারুক আহম্মেদ, রতন কুমার, হেলাল উদ্দীন, শামীম রেজা, আবদুল মতিন প্রমুখ।