বাগমারায় ১৫২টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হলো

আপডেট: জানুয়ারি ৫, ২০১৭, ১২:০৫ পূর্বাহ্ণ

বাগমারা প্রতিনিধি



রাজশাহীর বাগমারা উপজেলার কাচারি কোয়ালীপাড়া ইউনিয়নের মোহনপুর গ্রামে ১৫২ পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। উপজেলার কাচারি কোয়ালীপাড়া ইউনিয়নের মোহনপুর মাদ্রাসা মাঠে গ্রামের ১৫২টি পরিবারের মধ্যে বিদ্যুতায়নের উদ্বোধনী সভাপতিত্ব করেন কাচারি কোয়ালীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আয়েন উদ্দিন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য দেন, বাগমারার সংসদ সদস্য ইঞ্জিনিয়র এনামুল হক। উপজেলা কৃষকলীগের সভাপতি প্রভাষক এমদাদুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আ’লীগের সহসভাপতি অনিল কুমার সরকার, বাগমারা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ফসিউল হক জাহাঙ্গীর, সহকারী জেনারেল ম্যানেজার ফারুক হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন, সাবেক সার্জেন্ট আব্দুল হান্নান প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ