বাগমারা ইউপির নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

আপডেট: ডিসেম্বর ৬, ২০১৬, ১২:০৮ পূর্বাহ্ণ

বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারার হামিরকুৎসা ও কাচারীকোয়ালীপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ইউপি পরিষদ মিলনায়তনে এ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়।
হামিরকুৎসা ইউপির সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ পাঁচকড়ির সভাপতিত্বে ও আব্দুল জব্বারের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন মজনু, ইউনিয়ন আ’লীগের সভাপতি উপাধ্যক্ষ আইয়ুব আলী, যোগিপাড়া ইউনিয়ন আ’লীগের নেতা মাজেদুর রহমান সোহাগ,  স্থানীয় আ’লীগ নেতা ডা. এনামুল হক মঞ্জু, হাসানুজ্জামান, সাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত ইউপি সদস্য মঞ্জুর রহমান দেওয়ান মন্টু, রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, আব্দুস সালাম, মমতাজ আলী প্রাং, শামসুল হক, জাহিদুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, আব্দুস সাত্তার মন্টু, মহিলা সদস্য জাহিদা বেগম, মর্জিনা বিবি পুতুল, রাবেয়া বেগম। অনুষ্ঠানে পরিষদের বিভিন্ন আয়-ব্যয় ও বিভিন্ন সম্পদের বিবরনী তুলে ধরে বক্তব্য রাখেন ইউপি সচিব খায়রুল বাশার। পরে অনুষ্ঠানিক ভাবে সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ পাঁচকড়ির হাত থেকে দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন। অপরদিকে কাচারীকোয়ালীপাড়া ইউপির নবনির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচিব নাজমুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাচারীকোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান আব্দুল গাফ্ফার আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত চেয়ারম্যান আয়েন উদ্দিনের কাছে দায়িত্বভার তুলে দেন। এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা আবু সাঈদ, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা আব্দুল হান্নান, ইউপি সদস্য দুলাল উদ্দিন, জেহের আলী, যুবলীগের ইউনিয়নের সভাপতি জাফর আহম্মেদ।
পরে নবনির্বাচিত চেয়ারম্যানরা  তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আগামীতে সব সদস্য ও ইউনিয়নবাসীদের নিয়ে উন্নয়ন করা হবে। ইতোমধ্যে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সমস্যার কথা স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হককে জানানো হয়েছে। তিনি পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন।