শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজিব হাসান রাজন পেলেন জেলার শ্রেষ্ঠ এসআইয়ের পুরস্কার। মাদক দ্রব্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
গতকাল শনিবার রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় বাগমারা থানার এসআই রাজিব হাসান রাজনের হাতে বিশেষ সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন। এসময় উপস্থিত ছিলেন পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেনসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।