শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
কমিউনিটি পুলিশের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহীর বাগমারা থানা চত্বরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধীসহ আইন শৃংখলা রক্ষায় পুলিশ ও জনগনের করনীয় শীর্ষক আলোচনা সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কউিনিটি পুলিশিং ফোরাম আলেঅচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভুঁঞা। থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ও পুঠিয়া সার্কেলের দায়ীত্বে নিয়োজিত আসলাম আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহার আলী, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মাহাবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা বেগম, গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সরকার, যোগীপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জিল্লুর রহমান, থাহেরপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও মসজিদের খতিব সাইফুল ইসলাম, পুলিশিং কমিটির উপজেলা শাখার সভাপতি আবু তালেব, সম্পাদক আতাউর রহমান শিবলী, গনিপুর ইউপি সভাপতি শরিফুল ইসলাম সান্টু, জেলা পরিষদের নির্বাচিত সদস্য আবু জাফর মাষ্টার ও মাহামুদুর রহমান রেজা প্রমুখ। বক্তারা বাগমারা থেকে সকল অপরাধীদের বিতাড়িত ও মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।