বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাগাতিপাড়া (নাটোর) প্রতিবেদক :‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’-এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ এলাকায় শোভাযাত্রা শেষে ‘বড়াল’ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও) মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের উপদেষ্টা অধ্যাপক আবুল হোসেন এবং সেকেন্দার রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী,
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদীজা বেগম শাপলা, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা এ্যামিজা আক্তারসহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, , উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম তপু, বাগাতিপাড়া মডেল থানা প্রতিনিধি (এস.আই.) আফজাল হোসেন ও ‘ক্যাব’ উপজেলা-শাখার সদস্য লাভলী ইয়াসমিন প্রমুখ।