বাগাতিপাড়ায় গয়াল প্রজাতির নীলষাঁড় উদ্ধার

আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ৮:২৯ অপরাহ্ণ

বাগাতিপাড়া প্রতিনিধি


নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া এলাকা থেকে গয়াল প্রজাতির একটি নীলষাঁড় উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শেখপাড়ার একটি পেয়ারা বাগান থেকে নীলষাঁড়টি উদ্বারের পর স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালামের বাড়ির সামনে রাখা হয়।

খবরটি ছড়িয়ে পড়লে এক পলক গয়াল প্রজাতির নীলষাঁড়টি দেখার জন্য ধীরে ধীরে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে সেখানে। পরে পুলিশ ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের কর্মকর্তারা গিয়ে নীলষাঁড়টি হেফাজতে নেয়। এ তথ্য নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

এ বিষয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী বলেন, ‘জনতার তাড়া খেয়ে গয়াল প্রজাতির নীলষাঁড়টি দীর্ঘক্ষণ দৌড়ানো ও বিভিন্ন স্থানে পড়ে গিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছে। এতে প্রাণীটি বেশ অসুস্থ। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী গয়াল প্রজাতির নীলষাঁড়টি বন্যপ্রাণী ও প্রকৃতি বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

Exit mobile version