বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট: ডিসেম্বর ১১, ২০২৪, ৮:০৫ অপরাহ্ণ

বাগাতিপাড়া প্রতিনিধি


নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে আল সাফী নামের সাড়ে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের স্বরাপপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল সাফী ওই গ্রামের পিন্টু আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একা খেলতে খেলতে সবার চোখের আড়ালে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আল সাফীকে মৃত ঘোষণা করেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ের পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়। বিষয়টি কষ্টদায়ক।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version