শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় এক শিশুকে ধর্ষণের দায়ে মো. দুলাল নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালতের বিচারক। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত মো. দুলাল (২৯) নাটোরের বাগাতিপাড়ার চাইপাড়া এলাকার মো. মোস্তাকিনের ছেলে।
নাটোর আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি মো. আনিসুর রহমান জানান, ২০১১ সালের ২ জুলাই সকালে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এসময় আসামি দুলাল পেয়ারার লোভ দেখিয়ে শিশুটিকে নিজেদের বাড়িতে ডেকে নিয়ে যান। এরপর আসামি বাড়ির পাশের দর্জির দোকানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকার শুনে অন্য আরেকটি শিশু ভুক্তভোগীর মাকে জানায়। পরে শিশুটির মা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে তাকে উদ্ধার করেন। এর আগেই আসামি দুলাল পালিয়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পরের দিন ৩ জুলাই শিশুটির দাদা আব্দুল আজিজ বাদী হয়ে বাগাতিপাড়া থানায় দুলাল হোসেনকে অভিযুক্ত করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এ মামলাটি তদন্ত শেষে একই বছরের ১৬ আগস্ট পুলিশ আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ ১৩ বছর পর মামলার শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।