রবিবার, ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাগাতিপাড়া প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ভবনে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে।
সরকারি নিয়ম অনুসারে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও উপজেলা সাব-রেজিস্টারের কার্যালয়ের ভবনে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯:১৫ মিনিটের দিকে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। জাতীয় পতাকা অবমাননার এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সচেতনমহল।
রাতের আঁধারে জাতীয় পতাকা উড়লেও ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা পতাকা নামানোর তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এঘটনায় বাগাতিপাড়া দলিল লেখক সমিতির নেতা রেজাউল করিম জানান, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে একটি ফেইসবুক লাইভের মাধ্যমে সাব-রেজিস্টারের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন অবস্থায় দেখেছি। এটি একটি জাতীয় পতাকা অবমাননার অংশ।
এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। এ বিষয়ে উপজেলা সাব-রেজিস্ট্রার নাইম উদ্দিন বলেন, ওই দিন অতিরিক্ত দায়িত্ব পালনে পার্শ^বর্তী লালপুর উপজেলায় ছিলাম। পতাকা উত্তোলন ও নামোনোর দায়িত্বে যিনি ছিলেন তিনি ছুটিতে গিয়েছিলেন। এজন্য এ সমস্যা হয়েছে।
অন্যদিকে এ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা হামীম তাবাসসুৃম প্রভা বলেন, বিষয়টি তার জানা ছিল না। দায়িত্বে অবহেলা করলে অবহেলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।