রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ার পৃথক দুটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং একটি উচ্চ বিদ্যালয়ের ২ কেটি প্রায় ৩৯ লক্ষ ব্যায়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন, স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যার আগে উপজেলার জিগরী উচ্চ বিদ্যালয় এবং ওই দিন রাতে তমালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে জিগরী উচ্চ বিদ্যালয় মাঠ চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আমিরুল ইসলাম টারজান এর সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু ও স্কুলের প্রধান শিক্ষক মোঃ লোকমান হোসেন। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
অপরদিকে বুধবার রাতে তমালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৯টি শ্রেণি বিশিষ্ট সিঁড়িঘড়সহ ৪র্থ তলার নতুন ভবনের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় আরও উপস্থিত ছিলেন, দুদকের সাবেক উপ-পরিচালক খন্দকার ভলিরুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান মকুল,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোরের সহকারী প্রকৌশলী আব্দূল হাকিম, উপ-সহকারি প্রকৌশলী সেলিম রেজাসহ অন্যরা ।
নাটোর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যলয়সমূহের উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় ২কেটি ৩৮ লক্ষ,৮৬ হাজার টাকা ব্যয়ে ৯টি শ্রেণী বিশিষ্ট সিঁড়িঘড়সহ ৪র্থ তলা ভবনটি নির্মিত। স্যানেটারী, টয়লেট, বৈদ্যতিককরণ এবং শ্রেনী কক্ষে আসবাবপত্র সরবরাহকরণ। ভবনটি উদ্বোধনের পর ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।