সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় শারমিন বেগম (২০) নামে চার মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারী মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শারমিন বেগম ওই এলাকার জিয়াউর রহমানের স্ত্রী। নিজ কক্ষের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন তিনি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মিঠু এই তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।