বাগাতিপাড়ায় আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট: আগস্ট ২, ২০১৭, ১২:৫৩ অপরাহ্ণ

নাটোর অফিস


নাটোর জেলার বাগাতিপাড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার জন্য আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন।

এছাড়াও গতকাল মঙ্গলবার দুপুরে জাইকা’র সহযোগিতায় ‘বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে সচেতনতা সৃষ্টি বিষয়ক’ তিন দিনের প্রশিক্ষণ ও ভূমি সেবা বিষয়ক হেল্প ডেক্স, ওয়ানস্টপ সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়। পরে উপজেলার রাজস্ব তহবিল হতে এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মমতাজ আলী সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, জেলা পরিষদ সদস্য ফরিদা পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাবিব জিতু, মৎস কর্মকর্তা ইরিনা মৌসুমী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী সরকার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নূরল ইসলাম ঠান্টু। উপস্থাপনায় ছিলেন পরিসংখ্যানবীদ আরশাদ আলী।