রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়ায় চতুর্থ ধাপে গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘরের চাবি ও দলিলপত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ইউনুস আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা ও বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়।