মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনের বাগাতিপাড়ার একটি কেন্দ্রে হামাগুড়ি দিয়ে ভোট দিয়েছেন আরশেদ আলী নামের এক বৃদ্ধ। রোববার দুপুর ১২টায় দয়ারামপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রের ১নং বুথে তিনি ভোট দিয়েছেন। আরশেদ আলী (৭০) ওই ইউনিয়নের চন্দ্রখৈর গ্রামের বাসিন্দা। ভোটকেন্দ্রে তার সাথে কথা বলে জানা গেছে, জন্মগতভাবেই তার দুই পা অকেজো। তিনি ভিক্ষা করে জীবনধারণ করেন।
ভোট দেওয়ার জন্য তিনি একাই থ্রি-হুইল চালিয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়েছেন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তিনি খুশি। চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জগদীশ চন্দ্র দাস বলেন, বয়স্ক এবং প্রতিবন্ধী ভোটারদের ভোট কক্ষে যেতে আনসার ও পুলিশ সদস্যরা সহযোগিতা করছেন। দুপুরে এ কেন্দ্রে একজন প্রতিবন্ধী ভোটার হামাগুড়ি দিয়ে ভোট দিয়েছেন। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৮৩ জন। ভোটের পরিবেশ ভালো আছে।