বাগাতিপাড়ায় ১৩০ পরিবার পেল নতুন বিদ্যুৎ সংযোগ

আপডেট: জুলাই ৩১, ২০১৭, ১:২৪ পূর্বাহ্ণ

বাগাতিপাড়া প্রতিনিধি


নাটোরের বাগাতিপাড়া উপজেলার তিনটি গ্রামে গত শনিবার সন্ধ্যায় নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। এর ফলে জিয়ারকোল, কাকফো, বসুপাড়া গ্রামের ১৩০টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হলো।
বিদ্যুতায়নের উদ্বোধন করেন নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সাংসদ অ্যাড. আবুল কালাম। মুক্তিযোদ্ধা জিয়ারকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে নিজাম উদ্দিনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জুনিয়র ইঞ্জিনিয়ার মোহন লাল রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান, যুগ্মসম্পাদক সুকুমার মুখার্জী, প্রচার সম্পাদক ওসমান গনি, কৃষক লীগের সভাপতি মেহেদী হাসান দোলন, শ্রমিক লীগের সভাপতি আলাউদ্দিন, ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, ইউপি মেম্বর নেকবর আলী প্রমুখ।