মঙ্গলবার, ২৪ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১০ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
বিয়ে বাড়ি নয়, নয় কোনো সভা, সমাবেশ বা নয় গানের আসর। ভোট কেন্দ্রে ভোটারদের স্বাগতম জানানোর জন্য সাজানো হয়েছে গেট। লাগানো হয়েছে রংবেরংয়ের বেলুন ও কাগজের ফুল। বলছি নাটোরের বাগাতিপাড়া পৌরসভার নির্বাচনের মুরাদপুর নামের এক কেন্দ্রের কথা। ১৭ বছর পর নির্বাচন হওয়ায় ভোটকেন্দ্রে গেটে গেটে দেখা গেছে এমন নান্দনিক দৃশ্য।
ভোটাররা বলছেন, ভোট দিতে এসে তাদেরকে এমন ভাবে স্বাগতম জানানো হবে ভাবতে পারেননি। এ আয়োজনের জন্য ধন্যবাদও জানিয়েছেন নির্বাচন কমিশনকে তারা।
সীমানা জটিলতার এক মামলায় দীর্ঘ ১৭ বছর পর ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এ পৌরসভার। সেজন্য ভোটারদের মধ্যে দেখা গেছে উৎসবের আমেজ।
বাগাতিপাড়া পৌরসভার রিটার্নিং অফিসারের দায়িত্ব পাওয়া রাজশাহী আঞ্চলিক অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী বলেন, ভোটারদের মনে উৎসবের আমেজ সৃষ্টি করার লক্ষে স্থানীয় কর্মকর্তাদের সহায়তায় এ আয়োজন করা হয়েছে।