বাগাতিপাড়া পৌর মেয়রের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ!

আপডেট: আগস্ট ৮, ২০১৭, ১:৪৩ পূর্বাহ্ণ

নাটোর অফিস


নাটোরের বাগাতিপাড়া পৌর মেয়রের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা করার অভিযোগ উঠেছে। তিনি নিয়মিত অফিস না করায় পৌরসভার বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নাগরিকরা।
সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া পৌরসভার মেয়র মোশাররফ হোসেন থানা বিএনপি’র সভাপতি ও একজন ব্যবসায়ী। সপ্তায় দুই-একদিন অফিসে থাকলেও পৌর নাগরিকগণ নিয়মিতই হয়রানির শিকার হচ্ছেন। বিভিন্ন প্রয়োজনে নাগরিকগণ পৌরসভাতে আসলেও মেয়র না থাকায় সেবা থেকে বঞ্চিত হয়ে ফিরে যেতে হয়।
পৌরবাসীদের বেশ কয়েকজন ভুক্তভোগী জানান, মেয়র ব্যবসায়ীক প্রয়োজন ও প্রায় একযুগ ধরে নির্বাচন না হওয়ায় পৌরসভার সীমানা সংক্রান্ত মামলার অজুহাতে সপ্তায় বেশিরভাগ দিন তিনি ঢাকায় অবস্থান করেন। এ কারণে পৌর নাগরিকগণ কোন প্রয়োজনে গেলেও সেবা বঞ্চিত হয়ে ফিরো আসতে হয়। সপ্তায় একাধিকবার কর্মস্থলের বাইরে থাকলেও মেয়র মোশাররফ হোসেন প্যানেল মেয়রকে দায়িত্বভার দিয়ে যান না বলেও অভিযোগ রয়েছে।
বাগাতিপাড়া পৌরসভা প্যানেল মেয়র ইউসুফ আলী মুঠোফোনে বলেন, এখন থেকে ৩-৪ বছর আগে একবার লিখিত দায়িত্ব দিয়েছিল। কিন্তু বর্তমানে মেয়র সাহেব আমাকে কোন লিখিত দায়িত্ব দেন নাই।
জানতে চাইলে বাগাতিপাড়া পৌরসভার মেয়র ও থানা বিএনপি’র সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে কে অভিযোগ করেছে তাকে সামনে এসে বলতে বলেন। আমি এখন মিটিংয়ে আছি। এ বিষয়ে পরে কথা হবে।’ পরে তিনি আবার ফোন করে জানান, তিনি বাহিরে থাকলে প্যানেল মেয়রকে দায়িত্ব দিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগের (নাটোর) উপপরিচালক ড. একেএম আজাদুর রহমান জানান, তার এমন দায়িত্বে অবহেলার বিষয়টি সরেজমিনে তদন্ত করা হবে এবং তিনি ইচ্ছা করে আইন বহির্ভুতভাবে যদি অফিস না করেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ