বাঘায় অগ্নিকাণ্ডে বাড়ি ও দোকানসহ তিনটি ঘর পুড়ে ৮ লাখ টাকার ক্ষতি

আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ৮:২৪ অপরাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি


রাজশাহীর বাঘায় অগ্নিকাণ্ডে বাড়ি ও দোকানসহ তিনিট ঘর পুড়ে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে বাঘা পৌরসভার দক্ষিন গাওপাড়া গ্রামে আব্দুল জাব্বারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ বিষয়ে বাড়ির মালিক আব্দুল জাব্বার বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে বাড়ির তিনটি ঘর ও বাড়ি সাথে একটি মুদিখানার দোকানের সমস্ত মালামাল পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাঘা ফায়ার সার্ভিস ইনচার্জ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ