বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর বাঘায় আটোভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে রাজিয়া বেগম (৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টায় বাঘা-লালপুর মহাসড়কের বাজুবাঘা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। রাজিয়া বেগম চন্ডিপুর গ্রামের মৃত মহিন আলীর স্ত্রী।
জানা যায়, রাজিয়া বেগম নিজ বাড়ি থেকে বাজার করার জন্য আটোভ্যানে চন্ডিপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় বাজুবাঘা ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছলে আটোভ্যানের চাকার সাথে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস লেগে আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেয়া হলে তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাক্তার আসিফ মাহমুদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫ টায় তার মৃত্যু হয়।