বাঘায় অফিস কক্ষে ঢুকে শিক্ষককে হকিস্টিক দিয়ে মারপিট

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ৫:১৪ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি : বাঘায় স্কুলের অফিস কক্ষে ঢুকে সহকারি প্রাধান শিক্ষক গোলাম মোস্তফাকে বাঁশের লাঠি ও হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে পদ্মা চর চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। ওই শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ে সহকারি শিক্ষক মিজানুর রহমান বলেন, সহকারি প্রধান নবম শ্রেণির ক্লাসে যান। এ সময় শিক্ষার্থীরা সুন্দরবনে পিকনিকে যাওয়ার জন্য স্যারের কাছে আবেদন করে। এর প্রেক্ষিতে সুন্দরবন এলাকায় বানরের আক্রমণ আছে বলে জানান তিনি। বানর কীভাবে আক্রমণ ক’রে চেয়ার থেকে দাঁড়িয়ে শিক্ষক হাত নেড়ে অঙ্গভঙ্গিমায় শিক্ষার্থীদের বুঝাতে থাকেন। এ সময়ে এক ছাত্রীর ওড়নায় স্পর্শ লাগে। এতে ছাত্রী ক্ষিপ্ত হয়ে তার অভিভাবকদের জানালে তারা বিদ্যালয়ে এসে অফিস কক্ষের তালা ভেঙ্গে বাঁশের লাঠি ও হকিস্টিক দিয়ে পিটিয়ে ওই শিক্ষককে আহত করে।

তাদের আক্রমণে শিক্ষকের মাথায় ও ডান হাতের বাহু, ডান হাতের দুটি আগুল ভেঙ্গে গেছে। তবে এ ঘটনায় ছাত্রীকে আপত্তিকর স্থানে স্পর্শ করা হয়েছে মর্মে শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
প্রধান শিক্ষক আবদুস সাত্তার বলেন, বাঘায় বিজ্ঞান মেলায় গিয়েছিলাম। ওই সময় বিদ্যালয়ে ছিলাম না। তবে আমার সহকারি প্রধান শিক্ষককে অফিসের তালা ভেঙ্গে মারপিট করা করা হয়েছে। বিষয়টি থানাকে অবগত করেছি।

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিজুল আযম বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনা স্পর্শকাতর ও অপ্রীতিকর।
কমিটির সাবেক সদস্য জগলু শিকদার বলেন, ওই শিক্ষকের এর আগেও কয়েকবার এ ধনের শালিস করা হয়েছে।
এ বিষয়ে সহকারি বলেন, আমি এ বিদ্যালয়ে যোগদানের পর থেকে বারবার রাজনৈতিক প্রতিহংসার শিকার হতে হচ্ছে। কিছু লোকের জন্য বারবার লাঞ্ছিত হতে হচ্ছে। আমি তাদের কাছে নিরুপায় হয়ে পড়েছি।

বাঘা থানার এসআই কামরুজ্জামান বলেন, সুন্দরবনে কী দেখা যায়, তা জানতে চায় শিক্ষার্থীরা। এ সময় সুন্দরবনে বাঘা, হরিণ, কুমিরের বাচ্চা ও বানর দেখা যায় এবং বানর কিভাবে আক্রমণ করে বিষয়টি বুঝাতে গিয়ে এক ছাত্রীর ওড়নায় স্পর্শ লাগে। এ নিয়ে কিছু শিক্ষার্থী ও বহিরাগত বিদ্যালয়ের তালা ভেঙ্গে শিক্ষককে মারপিট করে। বর্তমানে শিক্ষক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি আছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ