বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ইউনিয়ন বিএনপির নেতা রেজাউল করিমের গাড়ি লক্ষ করে পেট্রোল বোমা বিস্ফোরন করা হয়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন রেজাউল করিম। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বাউসা বাজারের পূর্ব দিকে নুরারী মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটেছে। রেজাউল করিম বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি।
জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে প্রাইভটকার নিয়ে রেজাউল করিম দিঘা থেকে বাউসা বাজারে আসছিলেন। তিনি বাউসা বাজারের পূর্ব দিকে নুরানী মাদ্রাসার সামনে পৌঁছলে কে কারা গাড়ি লক্ষ করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। প্রাইভেট কারের জানালা বন্ধ থাকায় পেট্রোল বোমা গাড়ির ভেতরে প্রবেশ করতে না পেরে বাইরে বাস্ট হয়। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। পরে রাত ১০টার দিকে বাউসা ইউনিয়ন বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদল একত্রিত হয়ে এর প্রতিবাদে বিক্ষোভ করেন।
এ বিষয়ে বাউসা ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিম বলেন, পূর্ব পরিকল্পিতভাবে আমার প্রাইভেটকার লক্ষ করে পেট্রোল বোমা বিস্ফোরন করা হয়। তবে কে বা কাহারা এমন কাজ করেছেন, তা সঠিকভাবে সনাক্ত করতে পারিনি। তবে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
বাঘা থানার ওসি আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সনাক্তের জন্য অনুসন্ধান চলছে।