শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ঐতিহাসিক বাঘা ঈদগাহ মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঘা উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় ঘোষিত ৯ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত গণসমাবেশে উপজেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুকের সভাপতিত্বে ও খাইরুল বাশারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা শাখার সভাপতি মাওলানা হোসাইন আহমদ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হুসাইন ফরিদী।