শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজশাহীর বাঘায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা সহকারি কমিশসার (ভূমি) জুয়ল আহমেদ, বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলী, আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম (বাবুল), বাঘা থানার তদন্ত ওসি আমিুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফাতেমা খাতুন, মোকাদ্দেস আলী সরকার প্রমুখ।