বাঘায় কবর থেকে কাফন চুরি

আপডেট: জানুয়ারি ২০, ২০২৪, ২:১১ অপরাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :


বাঘায় সুকোদা নামের এক বৃদ্ধার দাফন করা লাশ কবর থেকে উত্তোলন করে কাফন চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২০ জানুয়ারি) আড়ানী পৌরসভার চকরপাড়া কবরস্থানে এই ঘটনা ঘটেছে। সুকোদা আড়ানী চকরপাড়া গ্রামের মৃত ছলেমান হোসেনের স্ত্রী।

জানা যায়, চকরপাড়া গ্রামে সুকোদা (৯০) বৃহস্পতিবার (১৮ জানিুয়ারি) দুপুরে বার্ধক্যজনিত কারণে মারা যায়। তাকে পারিবারিকভাবে জানাযা শেষে চকরপাড়া কবরস্থানে দাফন করা হয়। শনিবার (২০ জানুয়ারি) ফজর নামাজ পড়ে তার মেজো ছেলে জমির উদ্দিন মায়ের কবরে গিয়ে বাঁশের চেগার ও খোড়া দেখতে পেয়ে স্থানীয়দের জানান।

পরে কবর থেকে প্রায় ৩০০ মিটার উত্তর দিকে বাঁশের ঝাড়ের মধ্যে লাশ পড়ে থাকতে দেখা যায়। তবে যে কাফন দিয়ে তাকে দাফন করা হয়েছিল, কবরের মধ্যে বা লাশের শরীরের সাথে সেই কাফন নেই। ৫ টুকরো কাফনের মধ্যে বড় দুই টুকরো কাফন চুরি করে নিয়ে গেছে বলে দাবি করেন তার ছেলে ছবির উদ্দিন, জমির উদ্দিন, লতিফ উদ্দিন, লুৎফর হোসেন, তোতা হোসেন। পরে বাজার থেকে পূনরায় কাফন কিনে শনিবার সকালে ওই কবরে তাকে দাফন করা হয়েছে।

এ বিষয়ে আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লিটন হোসেন বলেন, বৃদ্ধা মারা যাওয়ার পর গ্রামের কবরস্থানে আমরা সবাই দাফন করি। সকালে দেখি তার কবর থেকে লাশ উঠানো অবস্থায় এবং তার শরীরে কাফন নেই।

Exit mobile version