বাঘায় কিশোর-কিশোরী ফোরাম গঠিত

আপডেট: অক্টোবর ২৭, ২০২৪, ৭:৪৫ অপরাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি


রাজশাহীর বাঘায় দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০ সদস্য বিশিষ্ট কিশোর-কিশোরী ফোরাম গঠন করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের রুমে এই ফোরম গঠন করা হয়।

এতে সভাপতিত্ব করেন দিঘা উচ্চ বিদ্যালয় ও কজেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম। ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে এ-ইমপাওয়ার প্রকল্পের অর্থয়ানে এই কিশোর কিশোরী ফোরাম ১২ মেয়ে ও ৮ জন ছেলে নিয়ে বাস্তবায়িত হচ্ছে।

পাঁচ বছর মেয়াদি প্রকল্পের এক বছর জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে থেকে ফোরামের সভাপতি হলো তানমীম আক্তার, সহসভাপতি মরিয়ম আক্তার, ক্যাশিয়ার তানভির আহম্মেদ, সাধারণ সম্পাদক জাকারিয়া বাকি ১৫ জন সদস্য। যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি, কিশোর কিশোরি ক্ষমতায়িত, ইউনিয়ন সরকারি স্বাস্থ্য কেন্দ্রে কৈশর বান্ধব সেবা পাওয়ার জন্য যোগাযোগ স্থাপন করা উদেশ্যগুলো বাস্তবায়ন করবে।

উপস্থিত ছিলেন, উপজেলার বাউসা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উপ- কমিউনিটি মেডিকেল অফিসার মশিউর রহমান, শিক্ষক গোলাম তোফাজ্জল কবীর মিলন, রুমিয়া আক্তার ডাসকো ফাউন্ডেশনের কিশোর কিশোরী স্বাস্থ্য প্রচারক ফারজানা ববি প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ