বাঘায় আম বাগান থেকে দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট: নভেম্বর ২৩, ২০২৪, ২:০১ অপরাহ্ণ

 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহীর বাঘায় আমবাগান থেকে আনিসুর রহমান (৪২) নামে এক দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) সকালে বাঘা থানার পুলিশ এই লাশ উদ্ধার করেন। আনিসুর রহমান উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলশিপুর গ্রামের মৃত শামসুল হক মোল্লার ছেলে।

জানা গেছে, শনিবার সকাল ৬টার দিকে বাঘা-চারঘাট মহাসড়কের দক্ষিণে মনিগ্রামের জমসেদ আলীর বাড়ির পেছনে বজলুর রহমান মাস্টারের আমবাগানে গলাকাটা লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে আনিসুর কেন খুন হয়েছে ? তার রহস্য জানা যায়নি।

এ বিষয়ে আনিসুর রহমানের ভাই হাফিজ উদ্দিন জানান, আমার ভাই একজন সহজ সরল নিরীহ সৎ দিনমুজুর। শুক্রবার সন্ধ্যায় মনিগ্রাম বাজারে ছিল। রাতে বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখোঁজি করে তাকে পায়নি। আনিসুর রহমানের ভাইরা রায়হান আলী মনিগ্রাম বাজারের ছাগল হাটায় আনিসুরকে ৫ হাজার টাকা দেন। এই টাকার জন্য দুর্বৃত্তরা তাকে হত্যা করে আমবাগানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, লোক মুখে খবর পেয়ে আমবাগান থেকে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। খুনের রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।
রাজশাহীর বাঘা-চারঘাট সার্কেলের সিনিয়র এএসপি প্রণব কুমার জানান, খুব শিগগিরই ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হবেন।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ