রবিবার, ২২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় গণঅধিকার পরিষদের শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় গণঅধিকার পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
জানা গেছে, উপজেলা চকরাজাপুর ইউনিয়নের মদিনাতুল উলুম সুখচাঁদ জাহান মহিলা মাদ্রাসা ও এতিমখানা, ইমান আলী সরকার দারুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থীদের এবং পলাশী ফতেপুর গ্রামের দরিদ্রদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ রাজশাহী জেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক এস এম রায়হানুল হক, সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক বিশাল আহম্মেদ প্রমুখ।