সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় আকলিমা বেগম (২৫) নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে গৃহবধুর লাশ উদ্ধার করে পুলিশ। আকলিমা বেগম বাজুবাঘা ইউনিয়নের ঢাকা চন্দ্রগাথী গ্রামের দিনমজুর আসকান আলীর স্ত্রী।
এ বিষয়ে বাজুবাঘা গ্রামের সাহাবাজ আলী বলেন, আকলিমা বেগম দীর্ঘদিন থেকে মানষিক রোগে ভুগছিল। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়েও দেওয়া হয়েছে। তার স্বামী মাস খানেক আগে কাজের জন্য বাইরে গিয়েছিল। মানষিক রোগ সহ্য করতে না পেরে আত্নহত্যা করতে পারে।
আকলিমা বেগম সোমবার সকালে বাড়ির পাশে এক আম গাছের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলেছিল। পরে পুলিশকে খবর দেওয়া হলে দুপুরে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আশাদুজ্জামান বলেন, মৃত্যুর কারণ ণির্ণয়ের জণ্য লাশ উদ্ধার করে ময়না তদন্তেরর জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে।