বাঘায় গ্রেফতার আতঙ্কে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা : ৯ দিনে কারাগারে ১৭ জন

আপডেট: জুলাই ২৭, ২০২৪, ১:৩৯ অপরাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :


রাজশাহীর বাঘায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কের মধ্যে পড়েছে। ৯ দিনে শনিবার (২৭ জলাই) পর্যন্ত ১৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে অনেক বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের ওপর হামলা, স্থাপনা ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়াসহ সহিংসতার অভিযোগে বিএনপি-জামায়াত এবং সহযোগী সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন পুলিশ।

গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে বাজুবাঘা ইউনিয়ন চেয়ারম্যান ও বিএনপির সভাপতি এ্যাড, ফিরোজ আহম্মেদ রঞ্জু, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, আবদুল লতিফ, রবিউল ইসলাম মেম্বর, মশিউর রহমান, সাবদুল ইসলাম, সাব্দারুল হোসেন, মোস্তাফিজুর, আবদু সালাম, আড়ানী পৌরসভার সাবেক ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর আবদুল আওয়াল, জামায়াত সমর্থক শহিদুল ইসলামসহ ১৭ জন।

১৮ জুলাই বাঘা থানার এসআই শাহ নেওয়াজ বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ৪৫ জনকে অজ্ঞান আসামী করে মামলাটি দায়ের করেন।
এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হচ্ছে।

অবিলম্বে তাদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবি জানান। বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের জন্য ঘরে ঘরে তল্লাশি করা হচ্ছে। তাদের না পেয়ে আত্মীয়স্বজনকে গ্রেফতার করা হচ্ছে।

এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাঘা উপজেলার বিএনপি ও জামায়াত গোপন বৈঠক করছিল। এ অভিযোগে তাদের নামে একটি মামলা হয়েছে। এই মামলায় বিশেষ অভিযান চালিয়ে শনিবার (২৭ জলাই) পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version