বাঘায় ছাত্রলীগকে নিষিদ্ধ করায় ছাত্রদলের আনন্দ মিছিল

আপডেট: অক্টোবর ২৯, ২০২৪, ১:৪৮ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি :


রাজশাহীর বাঘায় ছাত্রলীগকে নিষিদ্ধ করায় ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় বাঘা শাহদৌলা সরকারি কলেজের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আয়োজিত আনন্দ মিছিলে অংশ গ্রহণ করেন বাঘা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির যুগ্ম সম্পাদক মুখলেছুর রহমান মুকুল, সদস্য সুরুজ্জামান সুরুজ, যুবদল নেতা সালেহ উদ্দিন সালাম, শফিকুল ইসলাম শফি, রবিউল ইসলাম, ছাত্রদল নেতা সেলিম রেজা, শামীম হোসেন, আশিকুজ্জামান আশিক, পলাশ সরকার, ফারুক হোসেন, আসিফ আহমেদ শাওন, মেহেদী হাসান পাপ্পু, মানিক হোসেন, পারভেজ হাসান, ইমরান আলী, আশাদুল ইসলাম, সেলিম রেজা, মমিন আলী, শামিম হোসেন আলিফ, রাহুল হাসান, রাহুল হোসেন, মিশন হোসেন, রাজু আহমেদ, তুষার আহমেদ, হাবিবুর রহমান, হাসান আলী, সজল আলী, তারিক হোসেন প্রমুখ।