বাঘায় ছিনতাইকারীর ছুরির আঘাতে ভ্যান চালক আহত, পালানোর সময় আটক ২

আপডেট: অক্টোবর ৯, ২০২৪, ১০:৫১ অপরাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি


রাজশাহীর বাঘায় ছিনতাইকারীর ছুরির আঘাতে ভ্যানচালক আসাদ আলী আহত হয়েছে। এ সময় ছিনতাই করে দৌঁড়ে পালানোর সময় দুইজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মনিগ্রাম ইউনিয়নের খেড়ুর মোড়ে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, চারঘাট উপজেলার রায়পুর গ্রামের আশরাফ আলীর ছেলে একটি বেসরকারি ওষুধ কোম্পানির মার্কেটিং অফিসার মিজানুর রহমান সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চারঘাট থেকে খেড়ুর মোড়ের দিকে মোটরসাইলে নিয়ে আসছিল। এ সময় সে নিমতলা বাজারের পৌঁছলে রামগৌড়া গ্রামের আলম বিশ্বাসের ছেলে মহন বিশ্বাস ঠান্ডু (২২) ও রহমান আলীর ছেলে জনি হক (২২) তার পথরোধ করে ২০ হাজার টাকা ছিনতাই করে নেয়। তারা ছিনতাই করে দৌঁড়ে পালিয়ে বাঘা উপজেলা ও খেড়ুর মোড়ের দিকে আসছিল। এ সময় ভ্যান চালক হরিপুর গ্রামের মিন্টু হোসেনের ছেলে আসাদ আলী ছিনতাইকারীদের আটক করতে যায়। এ সময় তাকে ছুরি দিয়ে আঘাত করে এখান থেকেও ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের আটক করে গণধোলায় দিয়ে পুলিশে দেন। ছিনতাইকারীদের মোটরসাইকেল উত্তেজিত জনতা পুড়িয়ে দেয়। এ বিষয়ে মিজানুর রহমান বাদি হয়ে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে ওষধ কোম্পানির মার্কেটিং অফিসার মিজানুর রহমান বলেন, আমি চারঘাট থেকে খেড়ুর মোড়ে আসছিলাম। দুই ছিনতাইকারী আমার পথরোধ করে টাকা কেড়ে নেই। এ সময় আমি ফোনে খেড়ুর মোড়ের এক ব্যবসায়ীকে বিষয়টি জানালে তাঁরা রাস্তায় গাছ ফেলে ধরতে গিয়ে ছিনতাইকারীর ছুরির আঘাতে একজন আহত হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মামলার তদন্ত অফিসার বাঘা থানার এসআই রাসেদ আলী বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ