রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ছোটখাটো ঘটনা ছাড়া শন্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটেলেও ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ও এজেন্টকে হুমকি, সিল মারা ব্যালট পেপার হাতে নিয়ে সেলফি তোলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সাথে জড়িত চার জনকে আটক করা হয়েছে।
বুধবার (৫ জুন) বেলা ১২টার দিকে বাঘা পৌরসভার হযরত শাহ আব্দুল হামিদ দানিশমন্দ (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রে পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী (টিয়াপাখি) ও বানিয়াপাড়া গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে জাকিরুল ইসলাম চয়ন (২০) এবং তার বন্ধু একই গ্রামের আনছার আলীর ছেলে রাসেল (২৫) ও হাসেম আলীর ছেলে হাসান আলী (২৪) সিল দেয়া ব্যালট পেপার হাতে নিয়ে প্রকাশ্যে এসে ভোটের কারচুপির অভিযোগ তুলে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে হুমকি দেয়।
এর আগে তিনি ভোট দেয়ার জন্য ব্যালট পেপার নিয়ে গোপন কক্ষে প্রবেশ করে সিল দেন। সিল দেয়া শেষে তিনি দুইটা ব্যালট পেপার বাক্সে ফেলে পুরুষ ভাইস চেয়ারম্যানের একটি ব্যালট পেপার হাতে নিয়ে বাইরে এসে ভোটের কারচুপির অভিযোগ তুলে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে হুমকি দেন। পরে কেন্দ্রের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করে।
অপরদিকে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হোসেন আলী (২১) নামের একজনকে আটক করা হয়েছে। সিল মারা ব্যালট পেপার হাতে নিয়ে সেলফি তোলার অভিযোগে তাকে আটক করা হয়েছে। হোসেন আলী চাঁদপুর গ্রামের পিপলু হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবদুল জলিল।
বাঘা হযরত শাহ আব্দুল হামিদ দানিশমন্দ (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আফরোজা খানম বলেন, বিষয়টি কেন্দ্রের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবগত করা হলে তাদের আটক করে।
আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রোকনুজ্জামান রিন্টুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মোটরসাইকেল প্রতিকের প্রার্থী এ্যাড. লায়েব উদ্দিন লাবলুর নির্বাচনী এজেন্টকে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। লায়েব উদ্দিন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। রোকনুজ্জামান রিন্টু জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গড়গড়ি ইউনিয়নের খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাভলুর এজেন্ট রফিকুল ইসলামকে হুমকি দেয়া হয়।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এজেন্টকে হুমকি দেয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। এ অভিযোগ মিথ্যা বলে দাবি করেন রোকনুজ্জামান রিন্টু।