রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টায় বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলি। বিশেষ অতিথি ছিলেন প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রের কর্মকর্তা মুনসুর আলী।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, ভ্যারাসিটি সিডিলি সোসাইটির সভাপতি, সহকারি অধ্যাপক ড. আব্দুস সালাম লাভলু, সফল উদ্যেক্তা সহকারি অধ্যাপক শফিউর রহমান, জাকিয়া সুলতানা, আদুরি বেগম, মাসুদ রানা প্রমুখ।