মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় জুন মাসে ২৬ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। অধিকাংশ চুরি বাউসা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘটেছে। সীমানা প্রাচীর টপকে, বাড়ির জানালা-বেলকনির গ্রিল কেটে চুরির ঘটনা ঘটিয়েছে। চোরের টার্গেট সোনার গহনা ও নগদ টাকার উপর। এতে শিক্ষক ও চাকরিজীবীদের বাড়িতে চুরির ঘটনা বেশি ঘটেছে। অভিযোগগুলো সাধারণ ডায়রি (জিডি) হিসেবে গ্রহণ করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত অপরাধীদের কেউ ধরা পড়েনি।
জানা গেছে, ৫ জুন দিঘা হিন্দুপাড়া গ্রামের এনামুল হকের বাড়ির জানালার গ্রিল কেটে সাড়ে ৫ ভরি সোনার গহনা চুরি করে নিয়ে যায় দুবৃত্তরা। তার বাড়ির কক্ষের ভেতরের একটি বাক্সে রাখা ছিল গহনা। ৯ জুন এক রাতে বাউসা পূর্বপাড়া গ্রামের মিজানুর রহমানের বাড়ির গ্রিল কেটে ১ ভরি সোনার গহনা ও নগদ ৯০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
কুদ্দুসের বাড়ি থেকে ৭০ হাজার টাকা, বাউসা সরকারপাড়া গ্রামের মুকুুল সরকারের বাড়ি থেকে ৬০ হাজার টাকা, সান্টু আলী, প্রভাষক খলিলুর রহমানের বাড়িতে চুরি ঘটনা ঘটেছে। পলান সরকার পাঠাগারের গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে।
উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিঘা মাস্টারপাড়া গ্রামের শাহাজাহান আলীর বাড়িতে ১২ জুন চুরি ঘটনা ঘটে। তার বাড়ির জানালার গ্রিল কেটে সাড়ে ৬ ভরি সোনা ও নগদ ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। ১৫ জুন দিঘা বলারবাড়ি গ্রামের আব্দুর রহিমের বাড়ির জানালার গ্রিল কেটে সোনার গহনা ও নগদ টাকা চুরি হয়েছে। একই গ্রামের নাসির উদ্দিন হুজুর, আব্দুল বারী মাস্টার, আনছার আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
২০ জুন দিঘা পশ্চিমপাড়ার প্রেমানন্দ কর্মকারের বাড়ি ও রহিমের বাড়ির জানালার গ্রিল কেটে চুরি হয়েছে। এ দিকে বাতেন আলীর বাড়ি থেকে ৩০ টাকা চুরি হয়েছে। আমিরুল ইসলাম, দিঘা বলারবাড়ি গ্রামের মুত্তালিব হোসেন, দিঘা কবিরাজপাড়া গ্রামের আদম আলীর বাড়িতে জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। দিঘা হাজীপাড়া মসজিদে ও দিঘা আঠালিপাড়ার আলম হোসেন, আনারুল ইসলামর, দিঘা বলার বাড়ি গ্রামের মেজর আলী, প্রভাষক শফিকুল ইসলামের বাড়িতে চুরি হয়েছে।
২৮ জুন দিঘা পশ্চিমপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম, দিঘা আঠালিয়াপাড়া গ্রামের বজলুর রহমানের বাড়ি থেকে তিন চাকার উলকা গাড়িটি চুরি করে নিয়ে গেছে চোরেরা।
২৯ জুন রাতে দিঘা আঠালিয়াপাড়া গ্রামে জমির উদ্দিনের বাড়ি থেকে ৫ লক্ষ টাকা দামের দুটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। এছাড়াও বিছিন্নভাবে ব্যাটারি চালিত ভ্যানগাড়ি, জলমোটর চুরির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় নেওয়ার জন্য পুলিশ কাজ করছে।