বাঘায় ট্রেনের ধাক্কায় দুই পা হারালেন ব্যবসায়ী

আপডেট: জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৫ অপরাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :রাজশাহীর বাঘায় ট্রেনের ধাক্কায় দুই পা হারালেন ফুটপাতে ভাত ব্যবসায়ী বুলু বেওয়া (৬৫)। শনিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আড়ানী রেল স্টেশনে এই ঘটনা ঘটেছে। বুলু বেওয়া আড়ানী নুরনগর গ্রামের মৃত রব্বেল আলীর স্ত্রী।

জানা যায়, বুলু বেওয়া আড়ানী রেল স্টেশনের প্লাটফার্মের উপর দীর্ঘদিন থেকে ফুটপাতে ভাত বিক্রি করে। শনিবার সকালে রেল লাইন পার হয়ে নিজ দোকানে আসছিল। এ সময় ঈরশ^র্দী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেনও চলে আসে। এতে অসাবধানতা বশত: ট্রেনের ধাক্কায় চাকার নিচে পড়ে দুটি পা কাটা পড়েছে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মায়ের অবস্থা আশংকাজনক বলে তার ছেলে জুয়েল আলী বলেন, মেডিকেলে ভর্তি করা হয়েছে। শরীরের রক্ত দেওয়া হচ্ছে। মায়ের দুই পা মাজার নিচে থেকে কাটা পড়েছে। শেষ পর্যন্ত কী হবে বলতে পারছিনা।

এদিকে বুলু বেওয়ার ছোট ছেলে রুবেল আলী শুক্রবার রাতে বিয়ে করেছে। বাড়িতে ছোট একটি বৌ ভাতের আয়োজন ছিল বলে জানা গেছে।
এ বিষয়ে আড়ানী রেল স্টেশন মাষ্টার মোশাররফ হোসেন বলেন, ট্রেনের সময় হওয়ার সাথে সাথে মাইকে বারবার ঘোষণা করা হয়। তারপরও এক মহিলা রেল লাইন পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ