সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
বাঘায় ‘এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়’ শ্লোগান সামনে রেখে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই উৎসব অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কার্যালয় আয়োজিত উৎসবে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়নের এমডি আব্দুল হাই। প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবাহি অফিসার শাম্মী আক্তার। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপ পরিচালক আশিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহমুদুল ইসলাম, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা প্রমুখ।
৩০ ডিসেম্বর-১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তারুণ্যের এই উৎসব উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা, উপজেলার বিভিন্ন দপ্তরে আলাদাভাবে শুরু হয়েছে। এতে রয়েছে আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা, তরুণদের অংশগ্রহনে পরিস্কার পরিচ্ছন্নতা, মশক নিধন ও জলাবদ্ধতানিরসন, তারুণ্যের উৎসব ভলিবল প্রতিযোগিতা, জুলাই ৩৬ বিষয়ক চিত্রাাঙ্কন প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, তারুণ্যের উৎসব সংক্রান্ত আলোচনা সভা, স্যানিটেশন, হাইজিনও স্বাস্থ্য সচেতনতা বিষযক সভা, যুব সমাবেশ, ফ্লন্টিয়ার টেকনোলজি বিষয়ক কর্মশালা, প্লাস্টিক পণ্যর বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা, কিশোর কিশোরীদের পুষ্ঠি বিষযক কর্মশালা, ব্রেস্ট ক্যান্সারবিষয়ক কর্মশালা, কারুশিল্প মেলা/পিঠা উৎসব/তারুণ্য মেলা।