বাঘায় তিনদিন পর এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

আপডেট: মার্চ ১৫, ২০২৪, ৪:৩৪ অপরাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :বাঘায় অপহরণের তিনদিন পর এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) রাতে বাঘা থানা পুলিশ পুঠিয়ার বানেশ্বর থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী পিয়াস আলীকে গ্রেফতার করে।

জানা যায়, গত ১০ মার্চ বাঘা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষ দিয়ে বাড়ি ফেরার পথে হরিরামপুর এলাকায় পৌঁছলে ওই গ্রামের আফিদুল মৃধার ছেলে পিয়াস আলী (১৯) তিন বন্ধুর সহায়তায় ছাত্রীকে সিএনজিতে জোর করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদি হয়ে ওইদিন পিয়াস আলীকে প্রধান আসামী করে বাঘা থানায় মামলা দায়ের করেন।

বাঘা থানা পরিদর্শক (তদন্ত) সোহেব খান বলেন, অপহৃতাকে উদ্ধার এবং গ্রেফতার অপহরণকারীকে বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ছাত্রীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ