বাঘায় তিন নম্বর সেটে পরীক্ষা গ্রহণ, কেন্দ্র সচিবকে শোকজ করা হয়

আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ৪:৩১ অপরাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :বাঘায় এক নম্বর প্রশ্নপত্র সেটের পরিবর্তে তিন নম্বর সেটে এসএসসি পরীক্ষা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বাঘা রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা প্রথমপত্র বিষয়ে ২৫২ জন শিক্ষার্থী তিন নম্বর সেটে পরীক্ষা দিয়েছে। ঘটনার পর কেন্দ্র সচিবকে শোকজ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ ফ ম হাসান বলেন, বিষয়টি জানার পর ইউএনও স্যারকে নিয়ে কেন্দ্র গিয়ে সত্যতা পাওয়া যায়। এরপর ডিসি স্যার ও শিক্ষা বোর্ডকে জানানো হয়। বোর্ডের নির্দেশে পরীক্ষার খাতা পৃথকভাবে পাঠানো হয়েছে। ঘটনার পর কেন্দ্র সচিবকে তাৎক্ষণিকভাবে শোকজ করা হয়েছে।
ওই কেন্দ্রের কেন্দ্র সচিব বাবুল ইসলাম বলেন, অনিচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটেছে। তিন নম্বর প্রশ্ন্পত্র দিয়ে খাতা বোর্ডে দিয়ে এসেছি।

উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, ভূলক্রমে এক নম্বরের পরিবর্তে তিন নম্বর সেটে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলে তাদের নির্দেশনা অনুয়ায়ী খাতা তিন নম্বর প্রশ্নপত্র সেটে পাঠানো হয়েছে। সে মোতাবেক খাতা মূল্যায়ন করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version