বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় দশম ছাত্রী মিথিলা খাতুনের (১৬) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ এই লাশ উদ্ধার করে। মিথিলা খাতুন উপজেলার দক্ষিণ মিলিক বাঘা শাহপাড়া গ্রামের মেহেদী হাসানের মেয়ে।
এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মিথিলা খাতুন রাজশাহী মেলেনিয়াম স্কুলে দশম শ্রেণিতে লেখাপড়া করতো। শুক্রবার বাড়িতে আসে মিথিলা। তার মা থাকেন দুবাইয়ে। বাবা অন্যত্রে বিয়ে করে ঢাকায় থাকেন। খালার কাছে থাকে মিথিলা। শনিবার রাতের খাবার খাওয়ার জন্য তাকে ডাকে। তার কোন শাড়া না পেয়ে ডাকতে যায়। গিয়ে দেখেন ঘরের দরজা বন্ধ। বিষয়টি নিয়ে খালার সন্দেহ হয়।
এক পর্যায়ে পাশের বাড়ির লোকজনকে বিষয়টি অবগত করা হলে ঘরের দরজা ভেঙ্গে দেখেন ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলতে দেখে ৯৯৯ নম্বরে ফোন দিলে ঘটনাস্থল থেকে রাতে লাশ উদ্ধার করা হয়। রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে। তবে কী কারনে আত্নহত্যা করেছে, এর সঠিক কারণ জানা যায়নি। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে।