নিজস্ব প্রতিবেদক:
সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন। প্রায় চার ঘণ্টার রেলপথ অবরোধে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় ঘটেছে। সময়মতো ট্রেনগুলো স্টেশন থেকে গন্তব্যে ছেড়ে যায়নি।
সোমবার (৮ জুলাই) সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনসংলগ্ন মেহেরচন্ডি ফ্লাইওভার এলাকার রেললাইন অবরোধ করে অবস্থান শুরু করেন শিক্ষার্থীরা। বিকেল ৪টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। এতে ঢাকা-রাজশাহী ট্রেনের শিডিউল বিপর্যয় হয়। পাঁচটি ট্রেন নির্ধারিত সময়ে রাজশাহী স্টেশনে পৌছাতে পারেনি। সময়মতো ছেড়েও যেতে পারেনি।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ রেলপথ অবরোধ করে রেখেছিলেন। এতে ঢালারচর, কপোতাক্ষ, ধূমকেতু, টুঙ্গিপাড়া ও বরেন্দ্র এক্সপ্রেসের শিডিউল বিপর্যয় ঘটেছে। তাদের বিভিন্ন স্টেশনে আউটারে রাখা হয়েছিল। সাড়ে চারটার পর ট্রেনগুলো আবারও নিয়ে আসতে বলা হয়।
তিনি আরও বলেন, ঢালারচরের সবচেয়ে বেশি শিডিউল বিপর্যয় হয়েছে। এই ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যায়। সেখানে পৌছে আবার রাজশাহী থেকে ছেড়ে গেছে। এছাড়াও পদ্মা এক্সপ্রেস দুই ঘণ্টা দেরিতে ছাড়া হয়েছে। বরেন্দ্র এক্সপ্রেসও তাই। কপোতাক্ষ আড়াই ঘণ্টা পরে ছাড়া হয়েছে।
এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্যারিস রোডে জড়ো হতে থাকেন।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন হল ও সড়ক প্রদক্ষিণ কৃষি অনুষদ ভবনসংলগ্ন ফ্লাইওভার এলাকার রেললাইন অবরোধ করেন। বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় রেললাইনসংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।