রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় জয়নাল কাজী (১৬) নামের এক স্কুল ছাত্র পদ্মা নদীতে ডুবে নিখোঁজের তিন দিনেও সন্ধান মেলেনি। রোববার (১৩ অক্টোবর) বেলা ৩টার দিকে পলাশি ফতেপুর চরের পিতা ইউনুস কাজী বিষয়টি জানান। জয়নাল কাজী চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
জানা গেছে, শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে জয়নাল কাজী ও তার দুই বন্ধু শাহাদত হোসেন (২০) এবং রাকিব হোসেন (১৭) পলাশি ফতেপুর পদ্মা নদীর ক্যানেল সাঁতরে পার হয়ে পিতার কাছে খাবার নিয়ে যাচ্ছিল। শাহাদত ও রাকিব কিনারে উঠলেও জয়নাল প্রচন্ড স্রোতের কারনে ডুবে নিখোঁজ হয়। প্রথমে স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা ওই দিন ৪ ঘন্টা অভিযান চালিয়েও উদ্ধার করতে পারেনি।
এ বিষয়ে জয়নাল কাজীর পিতা ইউনুস কাজী বলেন, আমি পদ্মা নদীতে মাছ ধরছিলাম। স্কুল ছুটির কারনে ছেলে আমার কাছে ক্যানেল নদী সাঁতরে খাবার নিয়ে আসছিল। প্রচন্ড স্রোতের কারনে কিনারে উঠতে পারেনি। ছেলে তিনদিন থেকে নিঁেখাজ রয়েছে।
এ বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিন লিডার আবদুর রাজ্জাক বলেন, অতি স্রোতের কারনে দীর্ঘ সময় অভিযান চালিয়ে তাকে ৪ ঘন্ট অভিযান চালিয়ে পাওয়া যায়নি।