বাঘায় পদ্মার ভাঙনে ঘর মেরামতের টাকা নেই ওদের

আপডেট: অক্টোবর ৭, ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ণ


আমানুল হক আমান, বাঘা (রাজশাহী) :


রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া ও চৌমাদিয়া চরের ঘরবাড়ি পদ্মার ভাঙনে হারিয়ে জয়নাল আবেদিন, মুসা হালদার, আজগর মোল্লা, আনোয়ার শিকদার, আনজিরা বেগম, পারুল বেগম, তাজেল গাজি, আজিজ গাজি, আকবর আলী, আলম ব্যাপারি, মাজেদা বেগম, তরিকুল ইসলাম, হোসেন আলী, দিলু দর্জি, জালাল উদ্দিন, জলিল মোল্লা, সানোয়ার মোল্লা, ফারুক ব্যাপারি, আবু মোল্লা, ইব্রাহীম হালদার, বাবলু হালদার, আয়নাল মোল্লা, কাদিও গাজি, ফরুক ব্যাপারি-২, আমাল ব্যাপারি, ফজল হালদার সহ শতাধিক পরিবার মানিকের চরের দক্ষিনে আটরশি চরসহ বিভিন্নস্থানে আশ্রয় নিয়েছেন।

ওদের ঘর মেরামতের টাকা নেই। অন্যের জমিতে কাজ করে কোন মতে সংসার চলে। এছাড়া পানিতে অধিকাংশ ফসলি জমি ডুবে গেছে। কাজে নিবে কে? কাজও নেই, টাকাও নেই। তারা খোলা আকাশের নিচে আছেন
সরেজমিনে মানিকের চরে দক্ষিণে আটরশি চরে গিয়ে দেখা গেছে, পদ্মার ভাঙনে বাড়িঘর হারা শতাধিক মানুষ হাহাকার করছে। তারা দুশ্চিন্তায় বসবাস করছে। দৌচালা ঘরের চালা দুই পাশে দিয়ে কোন রকম চার সদস্যের পরিবার নিয়ে পারুল বেগম বসবাস করছেন।

এখানে আশ্রয় নেওয়া আনজিরা বেগম বলেন, এক সপ্তাহ আগে পদ্মার ভাঙনে বাড়িঘর পদ্মায় চলে যায়। তখন ছেলে-মেয়ে আর দুটি গরু ও দুটি ছাগল নিয়ে মানিকের চরের আটরশি চরে চলে এসেছে। বর্তমানে খোলা আকাশের নিচে রয়েছি। যাবো কথাই, জমিই পাচ্ছি না, আর মেরামত করবো কীভাবে।

আতারপাড়া চর থেকে চলে আসা মাজেদা বেগম বলেন, ১ অক্টোবর রাত ৩টার দিকে আমার বাড়ি পদ্মায় ভেঙে যায়। সারারাত বাড়ির চালা ভেঙে দূরে রাখা হয়। সকালে প্রতিবেশির সহযোগিতায় মানিকের চরের দক্ষিণে আটরশি চরে আশ্রয় নিয়েছি।

পাশে রফিকুলকে ঘর তুলতে দেখা যায়। তিনি বিমানপড়া চরে ছিলেন। সেখানে ভাঙনে বাড়িঘর পদ্মায় বিলীন হয়ে যায়। এছাড়া এখানে তাজেল গাজি, আজিজ গাজি, আকবর আলী খোলা আকাশে নিচে বসবাস করছেন।

চকরাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিযুল আযম বলেন, বিভিন্ন মৌজায় নদী ভাঙনে মানুষ কারও আঙিনা কিংবা বন্ধকি জমিতে বাড়ি করে আছেন। তাদের জন্য সার্বিক সহযোগিতা প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, নদী ভাঙনে কিছু পরিবার খোলা আকাশে নিচে বসবাস করছে। তাদের সহযোগিতার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। #

এ বিভাগের অন্যান্য সংবাদ