বাঘায় পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণে কাজে আসছে না, দুর্ভোগে পথচারীরা

আপডেট: অক্টোবর ৯, ২০২৪, ১০:৫০ অপরাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি


রাজশাহীর বাঘায় দফায় দফায় প্রকল্প করে পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণে কোন কাজে আসছেনা। অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণের কারণে একটু বৃষ্টিহলেই চরম দুর্ভোগ পড়ে পথচলা মানুষ।



জানা যায়, বাঘা পৌরসভা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন খাতে বাঘা বাসর্টামিনাল থেকে বাঘা বাজাররে পূর্ব প্রাপ্তের সাঁকো পর্যন্ত রাস্তার দুই পাশে দফায় দফায় ড্রেন নির্মাণ করা হয়। তারপরও একটু বৃষ্টিতে রাস্তায় জমে হাঁটু পানি। এ ড্রেন নির্মাণ পরিকল্পিতভাবে না করার কারণে এ অবস্থা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। বাঘা মাজার গেটের সামনে ড্রেনের পানি না নামায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে আছে।

এ বিষয়ে বাঘা বাজারের কাপড় ব্যবসায়ী মোহাম্মদ মানিক আহম্মেদ বলেন, এটা নতুন কোন ঘটনা নয়, বৃষ্টি হলেই পুরো রাস্তাসহ দোকানের সামনে পানি জমে। ভেবেছিলাম নতুন ড্রেন হওয়ার পর এ থেকে পরিত্রান পাবো। রাস্তার চেয়ে ড্রেন উচু করার কারনে পানি গড়তে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তবে ড্রেনের কাজও নিন্ম মানের হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বাঘা পৌরসভার প্রশাসক তরিকুল ইসলাম বলেন, নতুন করে রাস্তা নির্মাণ কাজ শেষ হলে, এ সমস্যা আর থাকবে না। আমি গত ২৭ আগস্ট দায়িত্ব নিয়েছি। মাত্র দুই সপ্তাহ হতে যাচ্ছে। ইতিমধ্যে বাজারের মধ্যে চারটি স্থানে পাইব দিয়ে পানি নামানোর ব্যবস্থা করা হয়েছে। কিছু এলাকা সমস্যা আগেই ছিল। তারপরও পৌরসভার পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা নিব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version