মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় পুকুর থেকে ৮০ বছর বয়সী সূর্য্য বেওয়া নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) বিকাল ৪টার দিকে উপজেলার উত্তর মিলিকবাঘা গ্রামের একটি পুকুর থেকে এই ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। সূর্য্য বেওয়া বাজুবাঘা গ্রামের হযরত আলীর স্ত্রী। গত মঙ্গলবার রাতে ঝড়-বৃষ্টির পর থেকে নিখোঁজ ছিল সূর্য্য বেওয়া।
এ বিষয়ে সূর্য্য বেওয়ার চাচাতো ভাই আলম হোসেন বলেন, স্বামীর মৃত্যুর পর বাঘা পৌর এলাকার উত্তর মিলিকবাঘা গ্রামে পৈত্রিক ভিটায় বসবাস করতো। বয়সের কারণে ভারসাম্যহীন হয়ে পড়েছিল। ৩ কণ্যার জননী সূর্য্য বেওয়া বাড়িতে একাই বসবাস করতেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, উদ্ধার করা মরদেহ কয়েক দিন আগের। পরিবারের কোন অভিযোগ না থাকায় ইউডি মামলা দায়ের করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।