বাঘায় পৃথক অভিযানে হেরোইনসহ আটক ২

আপডেট: জানুয়ারি ২৭, ২০২৪, ৯:৩৭ অপরাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় ২৬ গ্রাম হেরোইনসহ দুইকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক রব্বেল হোসেন উপজেলার গাওপাড়া গ্রামের মৃত: আব্দুস সামাদের ছেলে ও মৃদুল হোসেন কলিকগ্রামের রফিকুল ইসলামের ছেলে।

এ বিষয়ে বাঘা থানা তদন্ত অফিসার সবুজ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিজ নিজ এলাকা থেকে রব্বেল হোসেনকে ১৫ গ্রাম ও মৃদুল হোসেনকে ১১ গ্রাম হোরোইনসহ আটক করা হয়েছে। তাদের নামে মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ