বাঘায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ ও শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৪, ১০:১৪ অপরাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি


রাজশাহীর বাঘায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ ও শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।



বুধবার (১১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে এগুলো বিতরণ করেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে গাছের চারাও বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক, আবদুল জলিল প্রমুখ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, সরকারি বরাদ্দের অর্থদিয়ে দিনব্যাপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ড্রাম সেট, শিখণ উপকরণ, পেনডাইভ, শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়।