মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন ‘বাপা’ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলার আড়ানী ইউনিয়ন পরিষদ হল রুমে এই কমিটি গঠন করা হয়।
আয়োজিত কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আহসানুল ইকবাল বুলবুল। হামিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফরজ আলী, ড. প্রফেসর আব্দুস সালাম (লাভলু), অপূর্ব কুমার সাহা, উত্তম কুমার, রানু আক্তারী প্রমুখ।
পরে ফরজ আলীকে আহবায়ক ও হামিদুল ইসলাম এবং উত্তম কুমারকে যুগ্ম আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ‘প্রাকৃতিক পরিবেশ রক্ষা করি, সুষ্ঠ সুন্দর জীবন গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন আহসানুল ইকবাল বুলবুল, মাসুদ রানা, আব্দুস সালাম লাভলু, আসাদুজ্জামান তুফান, রানু আক্তারী, অপূর্ব কুমার সাহা, মোস্তাফিজুর রহমান অনিক, মহসিন আলী, শরিফুল ইসলাম, হায়দার আলী, ইসাহক আলী।