বাঘায় বাবুল হত্যা : মেয়র আক্কাছের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট: জুলাই ৮, ২০২৪, ১০:৪৮ অপরাহ্ণ

বাঘায় বাবুল হত্যা মেয়র আক্কাছের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

বাঘা প্রতিনিধি:


রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলায় গ্রেফতার বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৮ জুলাই) দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক হাদিউজ্জামান এই রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত অফিসার ও বাঘা থানার তদন্ত ওসি সোয়েব খান।

এ বিষয়ে আক্কাছ আলীর আইনজীবী অ্যাডভোকেট জিয়াউর রহমান বলেন, বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে পুলিশ। তার পক্ষে জামিন আবেদন নাকচ করে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (৫ জুলাই) ঢাকা থেকে আক্কাস আলীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর শনিবার (৬ জুলাই) সকালে আক্কাছ আলীকে রাজশাহীতে আনা হয় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দুপুরে পৌর মেয়র আক্কাছকে আদালতে তোলা হয়। কিন্তু মামলার নথি জজকোর্টে না থাকায় পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হলেও সেই দিন রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়নি। মামলার নথি এলে পরে রিমান্ড আবেদনের শুনানির কথা ছিল। সেই মোতাবেক সোমবার রিমান্ড শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বাবুল হত্যা মামলার তদন্ত অফিসার ও বাঘা থানার তদন্ত ওসি সোয়েব খান বলেন, এ মামলায় আক্কাছকে গ্রেফতার দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করলে রাজশাহীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক হাদিউজ্জামান ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।