বাঘায় বালু নিয়ে সংঘর্ষে চারজন আহত

আপডেট: মার্চ ২৩, ২০২৪, ১২:১৪ অপরাহ্ণ

বাঘায় বালু নিয়ে সংঘর্ষে চারজন আহত

সংঘর্ষে আহত সোহাগ

বাঘা (রাজশাহী) প্রতনিধি:


রাজশাহীর বাঘায় বালু নিয়ে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) দুপুরে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কিশোরপুরে পদ্মা নদী ড্রেজিঙের সময় বছর খানেক আগে এলাকার কিছু লোকজন বালু স্তুপ করে রেখেছিল। সেই বালু বিক্রি করছিলেন আজিম উদ্দীনের ছেলে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুজন আলী। এ নিয়ে স্থানীয়রা নিষেধ করায় কথাকাাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে চারজন আহত হয়েছেন এবং তিনটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। আহতরা হলেন-কিশোরপুর বিলপাড়ার আজিম উদ্দীনের দুই ছেলে সোহাগ হোসেন (২৫) ও শামীম হোসেন (২৩), লোকমান হোসেনের দুই ছেলে শিলন হোসেন (২২) ও বুলবুল হোসেন (২৪)।
সুজন আলী বলেন, এই বালুর কোনো মালিকানা না থাকায় আমি বিক্রি করছিলাম। এ সময় মিজানুর রহমানের কিছু লোজকজন এসে মারপিট করে তিনটি মোটরসাইকেল ভাংচুর করেছে।

এ বিষয়ে স্থানীয় মিজানুর রহমান বলেন, পদ্মা নদী ড্রেজিঙের সময় এলাকার উন্নয়নের জন্য কিছু লোকজন বালু স্তুপ করে রেখেছিল। সেই বালু বিক্রি করছিলেন আজিম উদ্দীনের সুজন আলী। তাকে নিষেধ করা হলেও কাউকে কোনো তোয়াক্কা না করে সেই বালু বিক্রি করছিলেন। স্থানীয়রা একত্রিত হয়ে তাদের ধোলাই দিয়েছে।

পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য থানাকে অবগত করা হয়। তারা ব্যবস্থা নিবেন।
বাঘা থানার সহকারি পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, স্তুপ করে রাখা বালু বিক্রি নিয়ে দুই পক্ষের সংঘর্ষেও ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ